দুর্গাপুরে আনসার পেটানো সেই ইউপি সদস্য গ্রেফতার

অনলাইন প্রতিবেদন, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে আনসার সদস্যকে পেটানোর ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলীকে (৪৫) গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য মেহের আলী সহ এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সকাল ১০টার দিকে আনসার (ভিডিপি) সদস্য সেলিম রেজা নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বিকেলেই গ্রেফতারকৃত ইউপি সদস্য মেহের আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে আহত সেলিম রেজা নিজেই বাদী হয়ে ইউপি সদস্য মেহের আলী সহ এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এজাহার দায়ের করলে দুপুর ১২টার দিকে উপজেলা সদর থেকে ইউপি সদস্য মেহের আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
তিনি আরো জানান, শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেলিম রেজাকে দেখতে যাওয়া হয় এবং তার চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়।
প্রসঙ্গত; সরকারি আদেশে ডিউটি পালন করতে গিয়ে দোকান বন্ধ রাখতে বলায়  বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আনসার সদস্য সেলিম রেজাকে পেটায় ইউপি সদস্য মেহের আলী ও তার ক্যাডাররা। ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হলে ইউপি সদস্য মেহের আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন