সারাবেলা প্রতিবেদন, ঢাকা
দেশে নতুন করে আরো ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৩৭ জন। ১৬ জন নারায়ণগঞ্জের। বাকিরা অন্য জেলায়। এনিয়ে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও বাকি ২৫ জন নারী। গত ২৪ ঘন্টায় পাঁচজন পুরুষ ও একজন নারীসহ মারা গেছেন ৬জন। এদের মধ্যে ঢাকায় তিনজন, নারায়ণগঞ্জে দুইজন ও বাকি একজন পটুয়াখালীর।
শুক্রবার দুপুরে রাষ্ট্রের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করতে গিয়ে আইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশ থেকে আনা নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৭টি। এরমধ্যে ১১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রে আর কোন অগ্রগতি হয়নি। সেই ৩৩শেই আটকে আছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনাও উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে। পরে তিনি বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এসব বিস্তারিত তথ্য https://www.iedcr.gov.bd এই সাইটে পাওয়া যাবে বলে উল্লেখ করেন। #
