করোনা আক্রান্ত বা সন্দেহ হলে করণীয়

অনলাইন ডেস্ক
সারাবিশ্ব আজ করোনা নামীয় প্রাণঘাতি এক ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত। হু হু করে বাড়ছে সংক্রমণের হার। ধনী গরীব নির্বিশেষে কাউকেই ছাড় দিচ্ছে না এই ভাইরাস। গবেষক বিজ্ঞানিরা হিমশিম খাচ্ছেন এর প্রতিষেধক খুঁজতে। কোন কিনারা করতে পারছেন না এখনো। তাই তারা বলছেন, করোনা এড়াতে যাপিতজীবনে কিছু নিয়ম মেনে চলা আর সচেতনতা, সতর্কতা নেওয়াই এখনকার কাজ।
যাদের করোনা নিশ্চিত হয়েছে বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদের কীভাবে পরিচর্যা করবেন। যারা করবেন তারা কী ধরণের সতর্কতা নেবে সে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার জন্য দিয়েছে কিছু টিপস।
● করোনা নিশ্চিত হলে কিম্বা সন্দেহ হলে প্রথমেই সংশ্লিষ্ট মানুষটিকে আলাদা করে ফেলতে হবে। তবে শুধু আলাদা করলেই হবে না। এটাও খেয়াল রাখতে হবে মানুষটি যেন যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি আর তরল পান করেন। এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকেন।
● বাড়ির অন্য সদস্যদেরকে আক্রান্তের কাছে যেতে দেবেন না। তবে একই ঘরে যখন সেবা কাজে যাবেন, তখন মেডিকেল মাস্ক পরবেন দু’জনেেই। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুঁড়িতে।
● বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে: অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর এই কাজগুলো করবেন অবশ্যই।
● অসুস্থ মানুষের জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর—এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করুন।
● অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য কাছের সেবাকেন্দ্রে ফোন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন