|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামাত মদদপৃষ্ট নিষিদ্ধ সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, সাবেক সহ-সভাপতি গোলাম হাক্কানী, সাবেক যুগ্ম সম্পাদক শেখর মজুমদার, সদর উপজেলা আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে, সিরিজ বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি, ছাত্রলীগের জ.স.কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহাদৎ হোসেন সাগর প্রমুখ।