|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||
সৌদি আরবে উদযাপিত হলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন। স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলার আয়োজনে স্থানীয় সালিমার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য এম আর এইচ ভূইয়া রফিক। বিশেষ অতিথি ছিলেন, আলিম বেপারী, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ আরবাইন শাখা; আবুল মোল্লা, সাধারণ সম্পাদক, সানাইয়া শাখা এবং মো. কামাল শরিফ, সাধারণ সম্পাদক আরবাইন শাখা।
সভাপতিত্ব করেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম।
প্রধান অতিথি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরি সদস্য এম আর এইচ ভূইয়া রফিক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম বর্ষপূর্তি ও প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা জানান। রফিক ভুইয়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নির্দেশিত পথে সৌদি আরবে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম গতিশীল করার বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেন। এ সময় এম আর এইচ ভূইয়া রফিক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নির্দেশিত পথ ধরে নানা সংকট সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার গতিশীল বাংলাদেশে আমরা কাজ করে চলছি। এই কর্মকাণ্ড গতিশীল বাংলাদেশের উন্নয়নের অংশিদার হিসেবে আমরা গর্বিত। তিনি বলেন, প্রবাসে বিশেষ করে সৌদি আরবে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার দেশ-উন্নয়নের ধারাবাহিকতা প্রচার-প্রসারে বহির্বিশ্বে প্রশংসনীয় অবদান রাখছে।
রফিক ভূইয়া তাঁর টেলিফোন বক্তব্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা ও সৌদি আরবের আইন-কানুন এবং করোনাসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি উদার আহবান জানান। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও এর সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও তাদের নির্দেশ মেনে কর্মকাণ্ড চালনার জন্য সকল নেতাকর্মীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র বাস্তব নির্দেশনাগুলি রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্ম-উদ্দিপনা আরও গতিশীল হবে বলে বিশ্বাস করি। এম আর এইচ ভূইয়া রফিক সৌদি আরবের রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের এই শাখা সংগঠনটিকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার উদাত্ত আহবান জানান। এসময় তিনি প্রধানমন্ত্রীর তথ্য-উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিনের আস্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও বিশ্বব্যাপী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিস্তারে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান হিসেবে সজিব ওয়াজেদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও এম আর এইচ ভূইয়া রফিক মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা শাহাজাদা আরমান রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের গতিশীল কর্মকাণ্ডের জন্য এর নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন স্বেচ্ছাসেবক লীগের ২৭ বর্ষপূর্তিতে প্রবাসে এই শাখা সংগঠনটির প্রত্যয় হোক জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আব্দুর রব, যুগ্মসাধারণ সম্পাদক সানাইয়া শাখা; শাহাদাত হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগ, সৌদি আরব; নূরুল হক, সাংগঠনিক সম্পাদক, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ; এনামুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ইফতেখার হোসেন তন্ময়, সাবেক ছাএলীগ কর্মী।
অনুষ্ঠানের সভাপতি রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম বর্ষপূর্তি ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিবস আয়োজন করার জন্য রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সৌদি আরবে আমাদের এই জেলা সংগঠনটি সময়ের নানা পরিক্রমায় প্রবাসীদের কল্যাণে প্রত্যয়ের সাথে কাজ করার জন্য সব সময় তৎপর। জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করার জন্য আমাদের নেতকর্মীরা সময় নির্বিশেষ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জামাত-শিবির এবং বিএনপি’র বাংলাদেশ বিরোধী কর্মতৎপরতা প্রতিহত করার জন্য আমরা সর্বদা তৎপর। প্রবাসে আওয়ামী লীগের ভাবমূর্তি নস্যাৎ করার জন্য বিরোধী এই চক্রগুলি এখনও তাদের পুরনো কৌশল অবলম্বন করার পাঁয়তারা করছে। এ ধরণের অপচেষ্টার বিরুদ্ধে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা সদা প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম বর্ষপূর্তি ও প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিবস উপলক্ষ্যে দুটি কেক কেটে নেতাকর্মীরা আনন্দ-উল্লাস করেন। এসময় তারা জয়বাংলা শ্লোগান ও বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার দেশ-উন্নয়নের প্রশংসার নানাবিধ শ্লোগানে মুখরিত করে তোলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত সুমন বাংলাদেশ থেকে ছুটি শেষ করে সৌদি আরব ফেরার পর কোয়ারেন্টাইনে অবস্থানের কারণে উপস্থিত থাকতে পারেননি বলে এক ঘোষণায় বলা হয়।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন