|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করেছেন অভিনেত্রী পরীমণি।
বুধবার ২১ জুলাই বিকেল ৬টার দিকে এফডিসির পাশে শাহ পানিপন্থি মাজারের সামনে মাংস বিতরণ করেন।
গেল কয়েক বছর ধরে এফডিসির সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরী। সেই ধারাবাহিকতায় এবারও ৬টি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নায়িকা। তবে ঈদের দিন এফডিসির ভিতরে পশু কোরবানি না দিতে নোটিশ দেয় কর্তৃপক্ষ। ফলে এফডিসির বাইরেই পশু কোরবানি দেন পরিমণি।
এ প্রসঙ্গে পরী গণমাধ্যমকে জানান, ‘আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেওয়া। আমি তাদের নিয়েই কোরবানি দিয়েছি। যতদিন বেচেঁ আছেন, তার সামর্থ্যে চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেবেন। সেই সাথে প্রতি বছর কোরবানির ঈদে একটি করে বাড়াবেন ।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০২০সালে বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান এই নায়িকা।