সারাবেলা প্রতিবেদন, ঢাকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে ফাঁসিতে দণ্ডিত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতেও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরআগে মাজেদের গ্রেফতারের খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, ‘ “আমরা তাকে গ্রেপ্তার করেছি। শিগগিরই তাকে আদালতে তোলা হবে।” তিনি এও জানান, বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের মধ্যে অন্যতম একজন এই মাজেদ।
আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময়ে খবর এসেছে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে।”
কবে, কখন, কীভাবে তাকে গ্রেফতার করা হল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য কিছু জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।#
