|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে গাঁজাসহ ২ ব্যাক্তিকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ ৷
বৃহস্পতিবার ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ৪ কেজি গাঁজাসহ তাদের স্থানীয় চাকশ্রী বাজার থেকে আটক করা হয় ৷
আটককৃতরা হচ্ছে মেজবাহ (৩৫) এবং মামুন (৩৮) ৷ তারা উভয়ই বাঁশতলী গ্রামের বাসিন্দা ৷
ইউপি চেয়ারম্যান মো. ফকির আব্দুল্লাহ জানান, ইউনিয়ন পরিষদের একটা গুরুত্বপূর্ন কাজ শেষ করে রাত ৩ টা নাগাদ চাকশ্রী বাজার থেকে বাড়ি ফিরছিলাম ৷ হঠাৎ একটি মটরসাইকেলে করে ২ জন লোক আমার পাশ দিয়ে যাবার আমার সন্দেহ হয় ৷ আমি তাদের থামতে বললে তারা দ্রুত মটরসাইকেল এর গতি বাড়িয়ে দেয় ৷
এ সময় আমি এবং আমার সাথে থাকা লোকজন মটরসাইকেল নিয়ে তাদের পিছনে ধাওয়া করি ৷ একপর্যায়ে তারা ধরা পড়ে ৷ এ সময় তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের তল্লাসী করে একটি ব্যাগে রাখা প্রায় ৪ কেজি পরিমান গাঁজা দেখতে পাই ৷ এরপর তাদের থানায় হস্তান্তর করি৷
ইউপি চেয়ারম্যান আরও বলেন , “মাদক নির্মূলের জন্য বাইনতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সর্বদা তৎপর আছি ৷ আমার ইউনিয়নে মাদক ও মাদকসেবীর কোনো স্থান নেই ৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ৷ আমি একজন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ কর্মী হিসাবে সেই নির্দেশ পালনে সর্বদা সচেষ্ট আছি” ৷
রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ’র সহায়তায় আমরা দুইজনকে আটক করেছি ৷ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে ৷