সারাবেলা প্রতিবেদন, ঢাকা
‘শুধু ত্রাণ নয়, পরিত্রাণের উপায় খুঁজি’ এই প্রত্যয় নিয়ে সীমিত সামর্থ্যে দেশের করোনাদুর্গতদের তৈরি খাবার দিচ্ছে রাষ্ট্রচিন্তা। এরই ধারাবহিকতায় সোমবার ৬ই এপ্রিল রাজধানীর রাজারবাগ ও লালবাগ এলাকায় দুইশ’র বেশী মানুষকে তৈরি খাবার দেয়া হয়।
এছাড়া রংপুরের হারাগাছ উপজেলার শ্রমজীবীদের বাড়িতে ১শ’ প্যাকেট খাদ্যসামগ্রি পৌঁছে দেয়া হয়ে। এই প্যাকেটে ছিল চাল, ডাল, তেল ও লবনের মত নিত্যপণ্য। এই উদ্যোগে আয়োজন করে স্থাণীয় স্কুল পাড়াবাসী। এতে সহায়তা করে রাষ্ট্রচিন্তা, রংপুর ইউনিট। এই উদ্যোগে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাষ্ট্রচিন্তা।#
