অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছে। এরা হলেন, জামতলা হাজী ব্রাদার্স রোডের গিয়াসউদ্দিন। তার বয়স ৬০। আরেকজন ৫৮ বছর বয়সী দেওভোগের চিত্তরঞ্জন ঘোষ। তারা দ ‘জনই রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার ৬ই এপ্রিল দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
করোনায় মারা যাওয়া গিয়াসউদ্দিন গত ৪ঠা এপ্রিল অসুস্থ হওয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫ই এপ্রিল বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
এছাড়া চিত্ত ঘোষের গত ২৭শে মার্চ থেকে জ্বর, কাশি ও পরে শ্বাসকষ্ট শুরু হয়। শুক্রবার সারাদিন নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করে উপায় না পেয়ে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ১০টায় মারা যান চিত্ত ঘোষ।
এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)