|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় মো.মাজহারুল নামে এক আহত সেনা সদস্যের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার ১লা জুলাই সকালে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ওই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । এরআগে বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় অজ্ঞাত পরিবহণ চাপায় সেনা সদস্য আহত হয় ।
নিহত মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলায় পালগিরি গ্রামের বাসিন্দা । তিনি ঘাটাইল সেনা নিবাসের সার্জেন্ট (২০০৮০৯০) পদে কর্মরত ছিলেন ।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, ওই সেনা সদস্য বুধবার ঘাটাইল থেকে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন । এসময় পথে ঢাকা-আরিচা মহাসড়েক বিশমাইল এলাকায় পেীঁছালে একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয় ।পরিবহন চাপায় ওই সেনা সদস্য গুরুতর আহত হলে চিকিৎসার জন্য সাভার সেনা নিবাসের সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।