ইসলামী বক্তাখ্যাত আবু ত্ব-হা আদনান ও তার সঙ্গীরা এখন নিজ পরিবারের জিম্মায়

তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানাসহ তার সঙ্গীদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়েছেন আদালত। জবানবন্দী পর্যালোচনা শেষে শুক্রবার মধ্যরাতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||

তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানাসহ তার সঙ্গীদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়েছেন আদালত। জবানবন্দী পর্যালোচনা শেষে শুক্রবার মধ্যরাতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

শুক্রবার রাত ৯টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমানের আদালতে নেয়া হয় পুলিশ হেফাজতে থাকা ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, তার গাড়ি চালক আমির উদ্দিন ও সফর সঙ্গী আব্দুল মুহিতকে। এরপর দীর্ঘ আড়াই ঘন্টা তাদের জবানবন্দী নেন বিচারক। তাদের কেউ অবরুদ্ধ করে রাখেনি প্রমাণিত হওয়ায় পরিবারের জিম্মায় তাদেরকে তুলে দেয় আদালত। রাত পৌণে ১২টায় পরিবারের সাথে বাড়ি ফেরেন ত্ব-হাসহ তার দুই সফরসঙ্গী। অপর সফর সঙ্গী বগুড়ার ফিরোজকে স্থানীয়ভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সারাদিন