সারাবেলা প্রতিবেদন, ঢাকা
পরীক্ষা সুবিধা বাড়ায় দেশে অনেকটা জ্যামিতিকহারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় নতুন ২৯ জনের শরীরে ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তের সবশেষ সংখ্যা এথন ১১৭। আক্রান্ত আরও চারজন মারা গেছে। নতুন এই সংখ্যা নিয়ে দেশে কোভিড-১৯ এ এখন পর্যন্ত মারা গেল ১৩ জন। সোমবার ঢাকায় এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
মন্ত্রীর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিস্তারিত সহসাই…
