নওগাঁতে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূ তিন শনাক্ত ৬৭

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে জেলায় একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। মঙ্গলবার বিকেলে নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে জেলায় একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। মঙ্গলবার বিকেলে নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে তিনজন। এদের মধ্যে মহাদেবপুর উপজেলায় একজন, নিয়ামতপুরের একজন, পোরশা উপজেলার একজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।  

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও নওগাঁয় ৬২ জনের অ্যান্টিজেন টেস্ট করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, মহাদেবপুরের চারজন, মান্দার একজন, পত্নীতলার একজন, ধামইরহাটের পাঁচজন, নিয়ামতপুরের ৩৭ জন, সাপাহারের দুইজন এবং পোরশার তিনজন রয়েছেন। মোট শনাক্তের হার ৩৪ দশমিক ১ শতাংশ। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০১ জন।

নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, নওগাঁয় ঈদের পর সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটা বেশ উদ্বেগের। এই অবস্থায় আমরা অ্যান্টিজেন টেস্টের ওপর বেশি জোর দিচ্ছি। মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নওগাঁসহ সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। তবে এখনও এ সম্পর্কে কোনো নির্দেশনা পাইনি।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া  বলেন, পাশ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় ওই জেলার সঙ্গে যোগাযোগের বড় রাস্তারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দুই জেলার সীমান্তে মাইকিং করা হচ্ছে। যেন কেউ অকারণে যাতায়াত না করে। জেলা পুলিশ এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে।

নওগাঁয় লকডাউন ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ কমিটি নওগাঁসহ সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, সেটি চিন্তার বিষয়।

উল্লেখ্য, নওগাঁয় গত বছরের ১৩ই মে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই সময় থেকে সোমবার ৩১শে মে পর্যন্ত ১৫ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসেবে জেলায় এখন পর্যন্ত সংক্রমণের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।

সংবাদ সারাদিন