শার্শায় ভাতিজার হাতে চাচা খুন

যশোরের শার্শার অগ্রভূলোট গ্রামে জমি জায়গা বিরোধ নিয়ে ভাইপোর হাতে আঃ মজিদ (৪০)নামে চাচা খুন হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, শার্শা (যশোর) ||

যশোরের শার্শার অগ্রভূলোট গ্রামে জমি জায়গা বিরোধ নিয়ে ভাইপোর হাতে আঃ মজিদ (৪০)নামে চাচা খুন হয়েছে।

বৃহস্পতিবার ২০শে মে রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত মজিদ অগ্রভূলোট গ্রামের গফুর মিয়ার ছেলে।

এদিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ খড়িডাংগা গ্রামে অভিযান চালিয়ে ভাইপো দেলোয়ার কে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান।

স্থানীয় সূত্রে জানা যায়, আঃ মজিদ এর সাথে তার ভাইপো দেলোয়ার হোসেনের দীর্ঘদিন জমি জায়গা নিয়ে বিরোধ চলছে। আজ রাত ১১ টার দিকে চাচার বাড়ি গিয়ে জমির হিসাব দিতে বলে পরে অভয় পক্ষে উত্তেজনা হলে দেলোয়ারের হাতে থাকা ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করলে সে ঘটনা স্থলে মারা যায়।

ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ঘটনা স্থলে গিয়ে পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মাসুম বিল্লাহ কাছে রাত ১২টা ৪০ মিনিটে ফোন দিলে তিনি বিষয়টি নিশ্চিত করে  বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম স্যার ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছেন।

সংবাদ সারাদিন