পদ্মায় গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মানদীতে গোসল করতে গিয়ে আবু হোসেন নূহ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী।

সোমবার ১৯ই এপ্রিল বিকেলে উপজেলার হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মানদীতে এ ঘটনা ঘটে।

নূহ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে।

ভেড়ামারা থানার অফিসারইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, ভেড়ামারার গোলাপনগর এলাকার তিনজন স্কুলছাত্র নূহ, রিয়াদ ও সিয়াম হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। তারা নদীতে গোসল করতে করতে এক পর্যায়ে নূহ ডুব দিলে তাকে আর খুঁজে পাওয়া যায়না। পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তারপরে একযোগে পুলিশ এবং ফায়ার সার্ভিস নূহকে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যার সময় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নূহর ডুবে যাওয়া মৃতদেহ উদ্ধার করে।পরে সামাজিক কবরস্থানে জানাজা নামাজ শেসে দাফন করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে শুভ নামে নূহর আরেক আপন ভাই পাশের বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

সংবাদ সারাদিন