|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরী দল। মৃত ব্যক্তির নাম- কবির মিয়া (৪৫)। সে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলীর ছেলে।
শুক্রবার ১৬ই এপ্রিল দুপুর ১টায় সুরমা নদীর শাখা নদী থেকে কবির মিয়ার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল অনুমান ৩টার সময় জেলার দিরাই উপজেলার সুরমা নদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায় কবির মিয়া। এঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে নদীতে সন্ধান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত মৃতদেহ খোঁজে পায়নি। অবশেষে আজ শুক্রবার দুপুরে আবারো ফায়ার সার্ভিসের ড্বুরী দল নদীতে অভিযান চালায় এবং নিখোঁজ কবির মিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন দাস সাংবাদিকদের বলেন- উদ্ধারকৃত মৃত কবির মিয়া একজন মানসিক রোগী ছিলেন বলে জানতে পেরেছি। গত ২দিন নদীতে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করতে আমরা সক্ষম হই।