বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ সোচ্চারন সিরাজগঞ্জে

করোনা অতিমারি মোকাবেলায় সরকার কার্যকর কোন ব্যবস্থা না নিয়ে শুধু লুটপাটে ব্যস্ত থেকেছে। ৩১ কোটি টাকায় নির্মিত হাসপাতাল পর্যন্ত উধাও করে দিয়েছে। ৩৪৩ কোটি টাকার কোন হিসাব নেই। বাজার নিয়ন্ত্রণ নেই। শ্রমজীবী মানুষদের খাদ্য অর্থ সহায়তা না দিয়ে লকডাউন দিয়ে শ্রমজীবী মানুষদের নির্যাতন করা হচ্ছে।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

লকডাউনে শ্রমজীবী মানুষদের জন্য খাদ্য ও অর্থ সহায়তা, করোনা চিকিৎসার ব্যবস্থা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখা, পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখাসহ স্বাস্থ্য খাতের দূর্নীতি বন্ধ এবং বাজার নিয়ন্ত্রণে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছেন বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  সোমবার ১২ই এপ্রিল সকালে জেলা শহরের এস এস রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের নেতা বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, বিশিষ্ট বাম নেতা সিপিবি সভাপতি কমরেড ইসমাইল হোসেন, বাসদ নেতা সরোয়ার্দ্দি খান , সিপিবি নেতা সুলতান আহমেদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, আব্দুল করিম, ছাত্র নেতা সজিব আহমেদ, কামরুল ইসলাম, শ্রমিক নেতা সন্তোষ কুমার বাবু প্রমূখ।

বক্তারা বলেন, করোনা অতিমারি মোকাবেলায় সরকার কার্যকর কোন ব্যবস্থা না নিয়ে শুধু লুটপাটে ব্যস্ত থেকেছে। ৩১ কোটি টাকায় নির্মিত হাসপাতাল পর্যন্ত উধাও করে দিয়েছে। ৩৪৩ কোটি টাকার কোন হিসাব নেই। বাজার নিয়ন্ত্রণ নেই। শ্রমজীবী মানুষদের খাদ্য অর্থ সহায়তা না দিয়ে লকডাউন দিয়ে শ্রমজীবী মানুষদের নির্যাতন করা হচ্ছে।

বক্তারা অবিলম্বে গরীবদের খাদ্য ও অর্থ সহায়তা সিরাজগঞ্জে করোনা চিকিৎসা ভেন্টিলেশন এবং অক্সিজেনের ব্যবস্থা করার দাবিও জানান।

সংবাদ সারাদিন