|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ক্রমাগত করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে ফেনী জেলা প্রশাসন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ, জেলার দর্শনীয় স্থানসমূহ, বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল, কমিউনিটি সেন্টার এবং যেকোনো সামাজিক অনুষ্ঠান পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। এরইমধ্যে জেলা তথ্য অফিস থেকে করোনা রোধে দরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারনা চালানো হচ্ছে।