সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি কুড়িগ্রামে

মানববন্ধন থেকে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক ব্যক্তির করা মামলাকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য রতন সরকারের বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক ও  মিথ্যা দাবি করে সেটি প্রত্যাহারের দাবি করেছে মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম। এই দাবি আদায়ে স্থানীয় সংবাদকর্মীরা কুড়িগ্রাম প্রেসক্লাবে প্রতিবাদী মানববন্ধন করেছেন।

মানববন্ধন থেকে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক ব্যক্তির করা মামলাকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভায় সাংবাদিক নেতারা বলেন, রংপুর বিভাগের সুধাকণ্ঠ হয়ে সব সময় প্রান্তঃজনের দুঃখ দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতোমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন। কৃতী এই সাংবাদিকের নামে মামলা দিয়ে কণ্ঠরোধের কোনও ষড়যন্ত্র সাংবাদিক সমাজ মেনে নেবে না।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ, ম আতাউর রহমান বিপ্লব বলেন,  সম্প্রতি বিপিডিএ নামের ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানার সব অনিয়ম দুর্নীতি লুটপাট ও শিক্ষার্থীদের সোনালী সময় ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন সরকার।

দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে নিয়ে আসা চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করেন। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি আবু জাফর সোহেল রানা, সাংবাদিক তুহিন জামান, গোলাম মাসুদ,গোলাম মওলা,সাজু, রিগ্যান, সুজন প্রমুখ।

সংবাদ সারাদিন