করোনায় বিশ্বে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার

অনলাইন সারাবেলা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস বা কোভিড-১৯তে এ পর্যন্ত ৫০ হাজার মানুষের প্রান কেড়ে নিয়েছে। ১৮০টি দেশ ও অঞ্চলে সংক্রমিত এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ২৩০ জন। আর সংক্রমিত হয়েছেন এমন মানুষের সংখ্যা প্রায় দশ লাখ। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, চীন থেকে শুরু হলেও করোনাভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৯১৫ জন। আর দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৩ জন। এরপরের অবস্থান যুক্তরাষ্ট্রর।
সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চার হাজার ৭০৩ জন। হপকিনস ইউনিভার্সিটির তথ্য মতে, চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ৪ হাজার ৩২ জন। পঞ্চম স্থানে রয়েছে করোনার উৎপত্তিস্থল চীন। দেশটিতে এখন করোনা নিয়ন্ত্রণে থাকলেও প্রাণ গেছে পর্যন্ত ৩ হাজার ২৮৭ জনের। মৃতের সংখ্যায় ষষ্ঠ স্থানে থাকার ইরানে মারা গেছেন ৩ হাজার ১৬০ জন। এ ছাড়া যুক্তরাজ্যে মৃতের সংখ্যা দুই হাজার ৯২১।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এমন মানুষের সংখ্যার দিকে দিয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ৭২২ জন। এরপরই আছে ইতালি, এক লাখ ১৫ হাজার ২৪২ জন। রোগী শনাক্তের দিক থেকে এর পরে আছে স্পেন, এক লাখ ১০ হাজার ২৩৮। চতুর্থ স্থানে থাকা চীনে ৮২,৪৩১ জন, জার্মানিতে ৮১,৭২৮ জন এবং ফ্রান্সে ৫৭,৮০৭ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪৬৮ জন।
সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে দুই লাখ ৪ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজারেরও বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। জার্মানিতে ১৯ হাজার ১৭৫ জন, ইতালিতে ১৮ হাজার ২৭৮ ও ইরানে ১৬ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬। দেশে গত ৮ই মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ই মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন