|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ গ্রামের নব্বই বছরের বৃদ্ধা শরিতন বেওয়া’র সঙ্গে প্রতারণা করে ৯১ শতক জমি দলিল মূলে নিজ নামে লিখে নিয়েছেন মেয়ে আম্বিয়া বেগম।
উপজেলার বৈদ্যনাথ গ্রামের মৃত আজিম উদ্দিন সরদারের স্ত্রী শরিতন বেওয়াকে মেয়ে আম্বিয়া বেগম গত বছরের ২৮শে অক্টোবর ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় রেজিস্ট্রি অফিসে। সেখানে ৯১ শতক জমি হেবা ঘোষণা মূলে নিজ নামে দলিল করে নেয়। হেবা দলিল নম্বর ৯৭৮৯।
এভাবে ফাঁকি দিয়ে দলিল করে নেওয়ায় মা শরিতন বেওয়া বাদী হয়ে মেয়ে আম্বিয়া বেগমের বিরুদ্ধে সুন্দরগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলা নং ৪৪/২০২১।
শরিতন বেওয়া বলেন, স্বামী আজিম উদ্দিন সরদার বহু আগেই মারা গেছেন। তাদের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে শামছুল হক ও সলেমান সরদারও মারা গেছেন। অন্য ছেলে ও ২ মেয়ে জীবিত আছেন।
কিন্তু মেয়ে আম্বিয়া বেগম তাকে (বৃদ্ধাকে) ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে এসে কৌশলে জমি দলিল করে নিয়েছে। শরিতন বেওয়ার ছেলেদের ওয়ারিশগণ বলেন, আম্বিয়া বেগমকে বৃদ্ধা শরিতন বেওয়া কোন প্রকার জমি দলিল করে দেয়নি। স্থানীয়ভাবে একাধিকবার শালিসে আম্বিয়া বেগম ও তার স্বামী আশেক আলী দোষ স্বীকার পূর্বক উক্ত জমি ঐ বৃদ্ধার নামে ফিরতি দলিল করে দেয়ার জন্য ৪৫ হাজার টাকাও নিয়েছে। কিন্তু এখনো দলিল করে দেননি।
এ ব্যাপারে আম্বিয়া বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তার স্বামী আশেক আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে কথা হয়নি। সোনারায় ইউনিয়ন পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় তার বাড়িতে ৩ বার শালিসী বৈঠক হয়েছে। প্রতারণা করে বৃদ্ধা মায়ের কাছ থেকে দলিল করে নেয়া ৯১ শতক জমি ফেরৎ দেয়ার (দলিল সম্পাদনের খরচ) জন্য আম্বিয়া বেগম শরিতন বেওয়ার ১ ছেলে ও অপর মৃত ২ ছেলের ওয়ারিশগণের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখনো দলিল করে দেয়নি।