জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ইউপিডিএফ গণতান্ত্রিকের

মহান এই নেতার আত্মার শান্তি প্রার্থণার পাশাপাশি সকলকে মাতৃভুমি বাংলাদেশের প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার আহবান জানান সংগঠনের নেতারা।

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস স্মরণে ফুলেল শ্রদ্ধা জানালো ইউপিডিএফ গণতান্ত্রিক।

বুধবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার নেতৃত্বে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।  

এতে বঙ্গবন্ধুর দেশপ্রেম, জীবণধারা, দেশবাসীর প্রতি তার ভালোবাসার উদাহরণ তুলে ধরে বলা হয়, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের এই বাংলাদেশ সৃষ্টি হোত না।

মহান এই নেতার আত্মার শান্তি প্রার্থণার পাশাপাশি সকলকে মাতৃভুমি বাংলাদেশের প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার আহবান জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সারাদিন