অনলাইন ডেস্ক
এক পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো, আরেক পাশে পাওলো দিবালা। ইতালিয় জায়ান্ট জুভেন্টাসের আক্রমণভাগের প্রধান অস্ত্র এই দুই ফুটবলার। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে এই দুই ফুটবলারের দিকেই তাকিয়ে থাকে জুভেন্টাস। অথচ একটা সময় রোনালদোকে ঘৃণা করতেন দিবালা। যেটা আবার পরে রোনালদোকেও জানিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
রোনালদোকে দিবালার ঘৃণা করার কারণ সহজেই বুঝতে পারার কথা সবার। দিবালা আর্জেন্টিনার ফুটবলার। যেখানে জন্ম রোনালদোর প্রধান প্রতিপক্ষ লিওনেল মেসির। দীর্ঘ সময় ধরে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী কেবল রোনালদোই। আর্জেন্টিনাতে তাই রোনালদোকে ঘৃণা করাটা অতি স্বাভাবিক একটা ব্যাপার।
দিবালাও এর ব্যতিক্রম ছিলেন না। আর সবার মতো করে রোনালদোকে ঘৃণা করতেন তিনিও। যেটা আবার ২০১৮ সালে রোনালদোকে জানিয়েও দেন আর্জেন্টাইন ফুরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদোকে দিবালা বলেছিলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোকে বলেছিলাম, আর্জেন্টিনায় আমরা তোমাকে কিছুটা ঘৃণা করি। কারণ তুমি যেমন, তোমার হাঁটা-চলাও তেমন।’
আর্জেন্টাইন হিসেবে রোনালদোকে ঘৃণা করলেও সতীর্থ হিসেবে সেটা করার সুযোগ ছিল না। জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে মিশে, এক সঙ্গে খেলে ধারণা পাল্টেছে দিবালার। এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে দিবালা বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, তুমি (রোনালদো) আমাকে অবাক করেছো। কারণ তোমাকে আমি ভিন্নভাবে পেয়েছি।’
জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। তবে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তুরিনে হোম কোয়ারেন্টিনে আছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। জুভেন্টাসের প্রথম ফুটবলার হিসেবে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » রোনালদোকে ঘৃণার কারণ জানালেন দিবালা
এই সম্পর্কিত আরও সংবাদ
সুনামগঞ্জে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার নাসুম
আগস্ট ৫, ২০২১
অজিদের বিরুদ্ধে টি–টোয়েন্টিতে প্রথম জয় টাইগারদের
আগস্ট ৩, ২০২১
সাকিবের ম্যান অব দ্য ম্যাচেই সিরিজ জয় বাংলাদেশের
জুলাই ১৮, ২০২১
এই বিভাগের সর্বশেষ
টানা তিনম্যাচেই অজিবধ : ‘প্রথম’ সিরিজ জয় টাইগারদের!
আগস্ট ৭, ২০২১
সুনামগঞ্জে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার নাসুম
আগস্ট ৫, ২০২১
অজিদের বিরুদ্ধে টি–টোয়েন্টিতে প্রথম জয় টাইগারদের
আগস্ট ৩, ২০২১