টেকনাফে রোহিঙ্গাদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরধরে দুই গ্রুপের মধ্যে পৃথকভাবে হামলার ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরধরে দুই গ্রুপের মধ্যে পৃথকভাবে হামলার ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে।

শনিবার ১৩ই মার্চ রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সক্রিয় থাকা পুতিয়া গ্রুপের সদস্যরা এসে সি-ব্লকের শেড নং-৮৮৫,এমআরসি নং-৩৫৬৫৫এর বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ জুবায়ের (২১) কে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় গুলি করে মেরে ফেলে। নিহত ব্যক্তি সালমান শাহ গ্রুপের সদস্য ছিল।

ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে ১৪ মার্চ (রোববার) ভোর ৪টায় একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের পুত্র জলিল ওরফে সুনিয়া (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়।

এরপর উপস্থিত লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে সে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এই ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,এই ঘটনার পর ক্যাম্পে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সারাদিন