ফেনীর বাগেরহাট গ্রামে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট গ্রামে "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়েই এগিয়ে চল"- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে স্থানীয় স্পোর্টিং ক্লাব স্বপ্ন নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট গ্রামে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়েই এগিয়ে চল”- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে স্থানীয় স্পোর্টিং ক্লাব স্বপ্ন নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার  ১২ই মার্চ বিকালে স্বপ্ন নিয়ে স্পোর্টিং ক্লাব মাঠে ক্লাবের সভাপতি আবদুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও একরামুল হক মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নুরুল আমিন রনি, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ডা. শাহাজান সিরাজ সুমন।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট নিউ পোল্ট্রির ব্যবস্থাপনা পরিচালক  ও সমাজ সেবক মীর মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, ধলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম সুরুজ, সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন রাজন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল রাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক  ইমরান হোসেন  রিপু, এবং স্বপ্ন নিয়ে ক্লাবের ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন অপু।

উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু পরিষদ ক্লাব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে। উদ্বোধনীয় খেলা দেখতে এলাকাবাসীসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে।

সংবাদ সারাদিন