বাস্তুভিটা উচ্ছেদ বন্ধের দাবিতে সোচ্চারন সিরাজগঞ্জে

এ এলাকার বেশীরভাগ মানুষ হতদরিদ্র, রিক্সাচালক, দিনমজুর এবং মহিলারা গৃহস্থালিরর কাজ করে জীবনযাপন করেন। একারনে তারা উচ্ছেদের আগে পুর্নবাসনসহ বসবাসের সুযোগ চান।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

ভুমিহীনদের পুনর্বাসন না করে সিরাজগঞ্জ পানি উনয়ন বোর্ডের  উচ্ছেদ অভিযান বন্ধের দাবী জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত পিটিআই রোড কোল গয়লা গ্রামের শতশত ভুমিহীন পরিবার। শুক্রবার ১২ই মার্চ সকাল ১১টায় প্রেসক্লাব মোড়ে মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর কাছে এই দাবী জানানো হয়।  

মানববন্ধনে  বক্তব্য রাখেন,  রিপন সরকার, মাসুদ রানা, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, রুবেল, রেজাউল, খুশি পারভীন, আশিক ইকবাল শামীম প্রমুখ। 

বক্তারা বলেন, এ এলাকার বেশীরভাগ মানুষ  হতদরিদ্র, রিক্সাচালক, দিনমজুর এবং মহিলারা গৃহস্থালিরর কাজ করে জীবনযাপন করেন।  একারনে  তারা উচ্ছেদের আগে পুর্নবাসনসহ বসবাসের সুযোগ  চান।

সংবাদ সারাদিন