বললেন তথ্যমন্ত্রী
|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
আওয়ামী লীগের রাজনীতিতে টাকা দিয়ে পদ হয় না, এখানে ত্যাগি ও যোগ্যদেরই নেতা নির্বাচিত করা হয়। বুধবার জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী মাহমুদ এসময়ে বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তারা যখন খেলায় বার বার হেরে যাচ্ছে, তখন বলছেন আর নির্বাচন করবো না।
বুধবার সকাল ১১টা থেকে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।



সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু। আর প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।



বিকেলে ২য় অধিবেশনে কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিনফুজুর রহমান মিলন ও কাউন্সিলরদের ভোটে সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু ১২৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।