|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০টি জাল তৈরির কারখানা থেকে ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার ৮ই মার্চ রাত তিনটা থেকে মঙ্গলবার দুপুর সারে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের ফিরিঙ্গী বাজার, পঞ্চসার, গুসাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা।
এসময় বিভিন্ন কারখানা থেকে জাল তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে ১৯জনকে শ্রমিককে আটক করা হয়েছে। এদিকে, জব্দ এসব জালের আনুমানিক মূল্য ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান।
অভিযান সময়ে কারখানার মালিকদের পাওয়া না যাওয়ায় মামলা দিয়ে কারখানা এবং মালিককে আইনের আওতায় আনা হবে বলে অভিযানশেষে বিকালে সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় প্রেস ব্রিফিংয়ে জানান কমান্ডার এম রেজাউল হাসান জানান।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০টি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়। এ অভিযান চলবে জানিয়ে রেজাউল হাসান বলেন, ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও মৎস্য অফিসের সাথে সমন্বয় করে জাল তৈরির কারখানাগুলোকে স্থায়ীভাবে বন্ধ করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে যেসব কারখানায় কারেন্টজাল উৎপাদন করছে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। পরে আটক ১৯ আসামী সহ জব্দ করা জালগুলো মুন্সীগঞ্জ সদর থানায় হস্থান্তর করা হয়।