ধ্বসে পড়লো সুনামগঞ্জের কোটি টাকার সেতু

সোমবার ১লা মার্চ সকাল সাড়ে ৫টায় জেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কুন্দাকান্দা খালসেতুটি ধ্বসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ধ্বসে পড়েছে ৫৩ কোটি টাকার সেতু। সোমবার ১লা মার্চ সকাল সাড়ে ৫টায় জেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কুন্দাকান্দা খালসেতুটি ধ্বসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে ৩টি সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এসব সেতু বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স।

এগুলোর মধ্যে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কুন্দাকান্দা খালসেতুটির নির্মাণকাজ চলছে প্রায় ২ বছর ধরে। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শ্রমিক এই সেতুতে কাজ করছে। নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সেতুটির ৫টি গার্ডার তৈরি করা হয়। যে কারণে গার্ডার বসাতে গিয়ে হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে পড়ে। বিকল্প সড়ক থাকায় সড়কে যানবাহন চলাচলে কোন সমস্যা হয়নি। 

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে সেতুর পাটাতনের ওপর গার্ডার বসানোর কাজ চলছিল। ওই সময় ৪টি হাইড্রোলিক জ্যাকের মধ্যে ১টি বিকল হয়ে যায়। একারণে সেতুটি ধ্বসে মাটিতে পড়ে যায়। তবে গর্ডার ভেঙ্গে পড়ায় সেতুর মূল কাঠামোর কোন ক্ষতি হয়নি। নিজ খরচে ভাঙ্গা গার্ডার সরিয়ে নতুন গার্ডার তৈরি করে দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।       

সংবাদ সারাদিন