গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪০) ও মতিয়ার রহমান (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে।মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ১১ টার দিকে

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা  ||

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪০) ও মতিয়ার রহমান (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ১১ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল কুদ্দুস শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত দিয়ানত উল্লাহ ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ঝিনিয়ার বাজার যাচ্ছিলেন। ঝিনিয়া বাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে সাঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান এক ট্রালি চালকের মৃত্যু হয়েছে। নিহত মতিয়ার রহমান উপজেলার সাঘাটার রিফায়েতপুর মাঠপাড়ার হাবু মিয়ার ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে ট্রলিতে বালু পরিবহন করছিল মতিয়ার। ট্রলিটি গাইবান্ধা-ভরতখালী সড়কের ভাঙ্গারমোড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মতিয়ার রহমানের মৃত্যু হয়।

সংবাদ সারাদিন