শিবচরে ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোয় স্কুলছাত্রীর আত্মহত্যা

ছেলেটির পরিবার মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখ্যান করে। এরপরেই ফেসবুকে 'নিঝুম রাতের পরী' নামের একটি আইডি থেকে মেয়েটির কিছু আপত্তিকর ছবি প্রকাশ করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) ||

আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করায় বিষপানে আত্মহত্যা করেছে জেলার শিবচরের এক স্কুলছাত্রী। গত শুক্রবার সন্ধ্যায় কিটনাশক পান করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২১শে ফেব্রুয়ারি ভোরে সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিবচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত স্কুলছাত্রী পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী। পাঁচচর ইউনিয়নের বালাকান্দি গ্রামের প্রবাসী দুলাল ফরাজীর মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচরের কাদিরপুরের রনি বেপারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঐ স্কুলছাত্রীর। ছেলেটির পরিবার মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখ্যান করে। এরপরেই ফেসবুকে ‘নিঝুম রাতের পরী’ নামের একটি আইডি থেকে মেয়েটির কিছু আপত্তিকর ছবি প্রকাশ করা হয়। ছবি এলাকায় ভাইরাল হলে মেয়েটি ক্ষোভ ও লজ্জায় গত শুক্রবার সন্ধ্যায় বিষপান(কিটনাশক) করে। গুরুতর অসুস্থ স্কুলছাত্রীকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকায় নেয়ার পর রোববার ২১শে ফেব্রয়ারি সকালে সে মারা যায়।

নিহতের চাচা ইউসুফ জানান, ‘আমার ভাতিজির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে দু’দিন আগে সে বিষাক্ত পদার্থ পান করে। রোববার সকালে সে ঢাকায় মারা যায়।’ নিহতের মা হিরন বেগম জানান, ‘আমার মেয়েকে এরআগে ওই বখাটে রনির পরিবার বিয়ের প্রস্তাব দেয়। আমার এক ভাগ্নিকে ওই বাড়িতে ওরই (রনি বেপারীর) চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়ায় আমরা সেখানে আত্মীয়তা করতে চাইনি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের কিছু ছবি ফেসবুকে ছেড়ে দেয় এবং ছবিসহ আরো ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। এ ঘটনার পরেই মেয়েটি গত শুক্রবার কিটনাশক পান করে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদ সারাদিন