|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||
টাকা না থাকায় নিজের চিকিৎসাটুকুও করাতে পারছেন না উলিপুরের মধুপুর গ্রামের দিনমজুর এরশাদ। কিছুদিন আগেও ২৮ বছর বয়সী যুবক এরশাদ বিদ্যুত মিস্ত্রির কাজ করে দিব্যি চালিয়ে নিচ্ছিলেন স্ত্রী ও সন্তান নিয়ে নিজের সংসার। এখণ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর এরশাদের।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের দিনমজুর এরশাদ গত ২৭শে জানুয়ারি মাদারটারী গ্রামে বিদ্যুৎ খুটিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আহত এরশাদকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট রেফার্ড করেন।
তার চিকিৎসার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। এরআগে তার একটি হাত অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়। সঞ্চয় ও স্বজনদের কাছ থেকে ধারকর্জ করে এতোদিন তার চিকিৎসা চালিয়ে আসা হচ্ছিলো। এখন তার চিকিৎসার খরচ যোগান দেওয়া পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
তাই বিত্তবান, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তি, মানবিক কল্যাণ সংগঠনসহ সকল পেশার মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
এরশাদের ছোট ভাই এবলাস বলেন, তার ১০ বছরের একটি পুত্র সন্তান ও এক বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জায়গা জমি বিক্রি করে দুইটি অপারেশন করা হয়েছে আরো অপারেশন করতে হবে। আমাদের পরিবারের কাছে কোন টাকা নেই। তাই বিত্তবানদের কাছে অনুপায় হয়ে হাত পেতেছি।
এরশাদের সাথে যোগাযোগ করতে কিংবা অর্থসহায়তা পাঠাতে পারেন এই মোবাইল নম্বরে মোবাইল : ০১৭০-১৫৪৪৩৪৬ (বিকাশ পার্সোনাল)
ছোট ভাই- এবলাস ০১৭৭-৩৬১৯৩২০।