|| সারাবেলা প্রতিনিধি, লালমনিরহাট ||
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ডের হাতে আটক হয়েছেন ৬ শিশুসহ ১২ জন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বৃহস্পতিবার ১৮ই ফেব্রুয়ারি ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ১২ জনের মধ্যে শুক্রবার ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি ৬ শিশুকে সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানান পাটগ্রাম থানার ডিউটি অফিসার এ এস আই দীপ্তি রানী।
তিনি জানান, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিল ইসলামের মাধ্যমে ৬ শিশুসহ ১২ জন কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন।
আটকরা হলেন, দালাল শাকিল ইসলাম (২০), আমিত রায় (১৯), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), জাফর (২২), ও শিশু ৬ জন হলেন আকাশ (১৫), সোহেল (১৬), রিপন (১৫), রাসেল (১৭), মাসুদ (১৬) ও মাজ্জক খান (১৮)।
তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে বলে জানান এ এস আই দীপ্তি রানী।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, বিজিবি ওই ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে একটি মামলা করেছেন। তাদের ৬ জনকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শিশু ৬ জনকে সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।