আবারও মেলান্দহ পৌরমেয়র হলেন রবিন

বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক জাহেদী রবিন। রোববার ১৪ই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল অবধি ভোটশেষে পাওয়া ফলাফলে বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।

জামালপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা মেয়র প্রার্থী শফিক জাহেদী রবিনের বিজয়ের সত্যতা নিশ্চিত করেন।

পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় এদিকে শফিক জাহেদী রবিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

 

সংবাদ সারাদিন