কলকাতায় প্রথম মুক্তি পেলো মোশাররফ করিমের সিনেমা

সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর দুইটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’ সিনেমাটি।

|| আনন্দ সারাবেলা ||

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুক্রবার মুক্তি পেলো মোশাররফ করিমের সিনেমা ‘ডিকশনারি’। মোশাররফ করিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন কলকাতার আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলমী বসু।

সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর দুইটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’ সিনেমাটি।

নিজের ছবি সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটিতে অনেক আনন্দ নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস সেই আনন্দ দর্শকদের মাঝে ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘ব্রাত্য বসু একজন গুণী নির্মাতা। স্বনামখ্যাত অভিনেতাও। তার সঙ্গে কাজ করতে গিয়ে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা নিয়ে কাজ করেছি। দর্শকরা সিনেমাটি দেখুক— এই প্রত্যাশা।’

ভারতের ৩৫টি সিনেমা হলে শুক্রবার ‘ডিকশনারি’ মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদ সারাদিন