কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিশান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিশান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার ১০ই ফেব্রুয়ারী  সকাল ১১ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গত বছর বাবার মৃত্যুর পর রিশান জয়রামপুর গ্রামে তার নানা মৃত আহমদ আলীর বাড়ি থেকে লেখাপড়া করত।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই সড়কটি মেরামতের কাজ চলছে। সড়কে মেলে রাখা ধারালো পাথরের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন।

সংবাদ সারাদিন