লক্ষ্মীপুরে অনিয়মে বন্ধ এলজিইডির কালভার্ট নির্মাণ

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি কালভার্ট নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয়েছে কালভার্টের নির্মাণকাজ।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি কালভার্ট নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয়েছে কালভার্টের নির্মাণকাজ। ২০২০-২১ অর্থ বছরের প্রায় ১৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে নির্মানাধিন এই কালভার্টের কাজে পুরাতন কালভার্ট ভেঙে পঁচা পাথর, নিম্নমানের বালি ও রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিজাম ট্রেডার্সের মালিক নিজাম উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বটতলী গ্রামে সরেজমিনে গিয়ে কালভার্ট নির্মাণ কাজ দেখেন সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন। অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি।

সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মান সম্মত কাজ নিশ্চিত করতে সকলের সহযোগিতা দরকার।

অভিযোগের ব্যাপারে মেসার্স নিজাম ট্রেডার্স স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিনের সাথে বিকেলে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাথরের মান নিয়ে প্রশ্ন ওঠায় কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাজের মান ঠিক রেখে শেষ করা হবে বলে জানান তিনি।

সংবাদ সারাদিন