|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত দেশের সাড়ে ৫ হাজার অনাস-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ হারুন অর রশিদ, জেলা কমিটির আহবায়ক মো: আমিনুল ইসলাম ও সদস্য সচিব মোঃ হামিদুর ইসলাম প্রমুখ।
বক্তারা প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে সারাদেশের ৫ হাজার ৫শ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিওভুক্তির দাবি জানান। এসময়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।