|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দীর তিন বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারাখালী পয়েন্টে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে গনতন্ত্রের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে তামাশায় পরিণিত করে আজকে এই সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। যে সরকারের উপর বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস সর্মথন নাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড.মল্লিক মইনুদ্দিন সুহেল, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, আব্দুল হাই প্রমুখ।