|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরে ভোটের মাঠ থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে ওসির গাড়িতে তুলে নেয়ার পর থেকে তার কোন হদিস মিলছে না। সবুজকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কালকিনির মানুষ। প্রতিবাদে বিক্ষোভ নিয়ে কালকিনি থানা ঘেরাও করেছেন সবুজের স্বজন-সমর্থকরা।
সবুজের সমর্থক ও স্বজনরা জানান, শনিবার দুপুরে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এসময় তার ব্যবহৃত মুঠোফোনে একটি কল আসে। তাৎক্ষনিক সেখানে কালকিনি থানার অফিসার ইনচার্জ গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরই থেকেই তার আর কোন খোঁজ মিলছে না।
সবুজকে অক্ষত ফিরিয়ে দেয়ার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে তার সমর্থক ও স্বজনরা। ঘেরাও করেছে থানা। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট।
এসময়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে পুলিশের ভুমিকা ছিল রহস্যজনক। তবে সবুজকে তুলে নিয়ে যাবার বিষয়ে অস্বীকার করেছে পুলিশ।