|| সারাবেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
প্রত্যন্তপল্লীর মানুষদের কাজের সুযোগ বাড়াতে নওগাঁর ধামইরহাট উপজেলার আদিবাসী পল্লীর তালঝারীতে গড়ে উঠেছে সমন্বিত কৃষিখামার। সীমান্তবর্তী এই এলাকায় মুসলমান, খ্রিষ্টান ও সনাতন ধর্মাবলম্বী সহ প্রায় ২ লাখ লোকের বাস। দিন দিনই বাড়ছে জনসংখ্যা ও বসতবাড়ী, কমছে আবাদি জমি। এমন পরিস্থিতি বিবেচনায় ৫ বিঘা জমিজুড়ে গড়ে তোলা হয়েছে তালঝারী কৃষি খামার। সেখানে স্থানীয়রা চুক্তিভিত্তিক কাজ করে প্রাপ্ত মজুরী দিয়ে মেটান তাদের পরিবারের চাহিদা। আবার স্থায়ীভাবে ২৫ জন শিক্ষিত বেকার যুবক ওই খামারে কাজ করে এনেছেন পরিবারের অর্থনৈতিক মুক্তি। এই খামারটি গড়ে তুলেছেন এলাকার কৃতি সন্তান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. ফিজার আহমেদ।
বাঁচার জন্য খাদ্য চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই-এই স্লোগান নিয়ে ২০১৫ সালে ধামইরহাট উপজেলার ৩ কিলোমিটার দক্ষিনে আদিবাসী পল্লী তালঝারী গ্রামে কৃষি খামার চালু করেন প্রকৌশলী ড. ফিজার আহমেদ।
খামারে উন্নত জাতের গরুর পাশাপাশি গাড়ল জাতীয় ভেড়া, বিভিন্ন প্রজাতির মুরগীর খামার রয়েছে। গরু থেকে নিরাপদ দুধ ও দুগ্ধজাত খাদ্যপন্য এখন এলাকার বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে।
খামারের পাশে নিজম্ব জমিতে রাসায়নিক সার ছাড়াই ঘাস, গম, ভুট্টা, ইত্যাদি থেকে গরু-মুরগী ও গাড়লের খাদ্য তৈরী হয়। এছাড়াও গরুর গোবর দিয়ে ভার্মিকম্পোষ্ট স্যার তৈরি ও মুরগীর লিটার দিয়ে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োস্যালারি দিয়ে জ্বালানির যোগানসহ বায়োগ্যাসের উচ্ছিষ্ট ব্যবহার হচ্ছে জমির সার হিসেবে।
এই খামারে সংযোজন করা হয়েছে কম্পিউটার প্রযুক্তি সিস্টেম। ফলে এটি এখন স্মার্ট কৃষি খামারে পরিনত হয়েছে।খামারে রাসায়নিকমুক্ত বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদিত হচ্ছে।
ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সরকারী সহযোগিতা পেলে কৃষি খামারটি একদিকে যেমন সারাদেশের মধ্যে মডেল খামার হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে তেমনি বাজারে দুষনমুক্ত ও নির্ভেজাল খাদ্য সরবরাহ নিশ্চিত হবে। ধামইরহাট উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, তালঝারী কৃষি খামার একটি আদর্শ খামার। এই খামারে উৎপাদিত ভার্মিকম্পোষ্ট সার শাক-সজবি সহ ফসল উৎপাদনে অত্যন্ত কার্যকরী। উপজেলা কৃষি বিভাগ তালঝারী কৃষি খামারকে আধুনিক ভাবে গড়ে তুলতে সকল সহযোগিতা দেবে। বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
সরকারী পৃষ্ঠপোষকতা পেলে খামারটি খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি কৃষি গবেষণাতেও ভুমিকা রাখতে পারে বলে মনে করেন উদ্যোক্তা আইওটি ও ডেটা সায়েন্স ভিত্তিক কৃষি গবেষক ড. ফিজার আহমেদ।