|| সারাবেলা প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে একজন মারা গেছে। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জাবেদ। বয়স ২০। নিহত জাবেদ তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসলামের ছেলে। মঙ্গলবার ২৬শে জানুয়ারি ভোর রাতে শরনার্থী শিবিরের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকের এ গোলাগুলির ঘটনা ঘটে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আধিপত্যনিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুস ও নুরুল হাকিম গ্রুপের মধ্যে এ বিবাদ শুরু হয়। এক পর্যায়ে উভয়গ্রুপের গোলাগুলিতে একজন মারা যান। এতে দু’পক্ষের মধ্যে কম করে হলেও ১০ থেকে ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, গোলাগুলির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর পাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ,সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে ভিন্ন ভিন্ন গ্রুপের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে । এসব ঘটনায় অন্ততপক্ষে ৯জন নিহত হয়েছে। কিছুদিন পর পর এমন গোলাগুলির ঘটনায় ক্যাম্প জুড়ে আতংক তৈরি হয়েছে।