নড়াইলে কুয়াশায় ঢেকে যাচ্ছে পথ-প্রান্তর

নড়াইলে প্রচন্ড শীতের পাশাপাশি প্রায় প্রতিদিনই কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম-গঞ্জ-শহর। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে নড়াইলে

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইলে প্রচন্ড শীতের পাশাপাশি প্রায় প্রতিদিনই কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম-গঞ্জ-শহর। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে নড়াইলের জনপদ। প্রায় এক সপ্তাহ যাবত এই বিরূপ আবহাওয়া বিরাজ করছে।

এতে ছিন্নমূল মানুষসহ শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। এছাড়া বোরো ধানের চারা রোপনেও কৃষকদের দুর্ভোগ হচ্ছে। যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এদিকে, আগামি ৩০ জানুয়ারি নড়াইল এবং কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারণায় শীতের ধাক্কা লেগেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রচারণা।

সবমিলে প্রচন্ড শীত ও কুয়াশায় নড়াইলের জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

সংবাদ সারাদিন