মঙ্গলবার চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ভোট

এবারের নির্বাচনে মোহাম্মদ নজরুল ইসলাম-মো. মকবুল হোসেন পরিষদ এবং আমিন মোহাম্মদ মুসা-মোহাম্মদ হারুন পরিষদ দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার ২৬শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোহাম্মদ নজরুল ইসলাম-মো. মকবুল হোসেন পরিষদ এবং আমিন মোহাম্মদ মুসা-মোহাম্মদ হারুন পরিষদ দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। এইবার নির্বাচনে ১৫০ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে দুই প্যানেলের প্রচারণায় ইতোমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

এবারের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে নজরুল-মকবুল প্যানেল থেকে সভাপতি পদে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (পিঅ্যান্ডডি) সৈয়দ মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী প্রকৌশলী মো. আবদুল কাদের, অর্থ সম্পাদক পদে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সেকশন অফিসার মোহাম্মদ শওকত আলী, দফতর সম্পাদক পদে সেকশন অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. জাকির হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য পদে সহকারী রেজিস্ট্রার এস.এম. সাইফুর রহমান, সহকারী লাইব্রেরিয়ান মো. এমরানুল হক, সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসাইন আসিফ, সহকারী প্রকৌশলী মো. নাইমুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এস.এম. ওয়ালিউল্লাহ শিকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে মুসা-হারুন প্যানেল থেকে সভাপতি পদে উপ-বিভাগীয় প্রকৌশলী আমিন মোহাম্মদ মুসা, সহ-সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (ঘওঝ) এস.এম. মোখতারুল মোস্তফা টিপু, সাধারণ সম্পাদক পদে চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মুহাম্মদ মোরশেদুল হক, অর্থ সম্পাদক পদে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পঙ্কজ বড়ুয়া, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী কম্পট্রোলার এ.কে.এম. কামরুল হাছান, দফতর সম্পাদক পদে সেকশন অফিসার মো. রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সওকত হায়াত ওসমানী এবং কার্যনির্বাহী সদস্য পদে ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুফ, সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খান, সহকারী প্রকৌশলী রনি দে, সহকারী টেকনিক্যাল অফিসার মো. রাশেদুল ইসলাম রানা, সহকারী টেকনিক্যাল অফিসার মো. হাসিবুল হাসান প্রতিদ্বন্ধিতা করছেন।

২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল হুদা। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং আইআইসিটি’র উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে নজরুল-মকবুল পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার সৈয়দ মুহিবুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সেকশন অফিসার নুসরাত জাহান স্ব-স্ব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংবাদ সারাদিন