|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল) লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের পরিত্যক্ত কলসেন্টারটি এখন এলাকার মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের নিরাপদ আস্তানাতে পরিণত হয়েছে। কার্যালয় সূত্রে জানা গেছে, এই ভবণটি পরিত্যাক্ত ঘোষণা করার জন্য ইতিমধ্যে জেলা গণপূর্ত অধিদপ্তফতরে চিঠি পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে কার্যালয়ের পাশে দিনেদুপুরে কিশোর গ্যাংদের আড্ডা দিচ্ছে।
এ ব্যাপারে (বিটিসিএল) লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের এম এল এস এস কামাল উদ্দিন বলেন, কলসেন্টার ভবণটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ভবণটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন করা যেতে পারে।
কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. জাফর আহমেদ বলেন, কলসেন্টার ভবণটি প্রায় ১০ থেকে ১২ বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এ সুযোগে এলাকার মাদকাসক্ত ও বখাটে কিশোররা এটিতে তাদের নিরাপদ আস্তানায় পরিণত করেছে।
এ ছাড়া প্রতিষ্ঠানের কোন নৈশপ্রহরী না থাকায় ভবনের রাতের বেলায় ভবনের ইট থেকে শুরু করে দরজা জানালাও হয়ে যাচ্ছে লাপাত্তা। নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানে কোন সীমানা দেয়ালও নেই।
সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান বলেন, কলসেন্টার ভবণটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন ভবণ নির্মাণ করে তা ব্যবহারের জন্য উপযোগী করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমাদের কিছুই করার নেই।