|| সারাবেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||
কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী উত্তম সরকারের রোগমুক্তিতে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা কেন্দ্রীয় মহাশ্মশান ও চৌদ্দগ্রাম বাজারস্থ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও কৃষকলীগের সভাপতি বাবু নির্মল পাল, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক নান্টু দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সর্দার, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি নরেশ বণিক, সদস্য বান্টু দাশ, সাধারণ সম্পাদক নকুল শাহ, শংকর মজুমদার, বলরাম কর্মকার, সজল কুমার, বিমল, রঞ্জিত বল, সুজন সুসহ আরও অনেকে।