লক্ষ্মীপুরে রাষ্ট্রের দেয়া ঘর পাচ্ছে দুইশ’ ভূমিহীন ও গৃহহীন

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহসংস্থান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। এ উপলক্ষ্যে লক্ষীপুরে প্রেসব্রিফিং করেছে জেলাপ্রশাসন।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর||

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহসংস্থান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। এ উপলক্ষ্যে লক্ষীপুরে প্রেসব্রিফিং করেছে জেলাপ্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সাংবাদিকদের বলেন, আগামী ২৩শে জানুয়ারি শনিবার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও  গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম  উদ্বোধন করবেন।

সেদিনই লক্ষ্মীপুর জেলার ২০০ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তাস্তর করা হবে। এজন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে প্রশাসন।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী বক্তৃতা করেন। এসময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়।

সংবাদ সারাদিন