|| বার্তা সারাবেলা/আল জাজিরা ||
পশ্চিম ইথিওপিয়ায় সর্বশেষ হামলায় ৮ বছরের শিশুসহ ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বুধবার দেশটির জাতীয় মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে।
ইথিওপীয় মানবাধিকার কমিশনের (ইএইচআরসি) মুখপাত্র ও সিনিয়র উপদেষ্টা অ্যারন মাশো জানান, সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী বনিশানুল-গুমুজ অঞ্চলে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে এই গণহত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি যে ৮০ জনেরও বেশি মানুষ এ হামলায় মারা গেছে, যাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে।
মাশো আরো বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার দায়ও কেউ স্বীকার করেনি। মাশো বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে হামলাকারীদের কাউকেই কর্তৃপক্ষ এখনো গ্রেফতার করতে পারেনি। মাশোর ভাষ্যমতে, মেটেকেল সংঘাতের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।
দেশটির বেনিশানুল-গুমুজ-এর মেতেকেল জোনে দালেত্তি নামে একটি গ্রামে এই হামলা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে সহিংসতায় অন্তত শতাধিক মানুষ মারা গেছে। এর আগে দালেত্তি গ্রামে গত বছরের সেপ্টেম্বরে বন্দুক ও ছুরি দিয়ে শত শত বেসামরিক লোককে খুন করা হয়।