ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় সাকিবুল হাসান শাওন (২১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া

|| সারাবেলা প্রতিনিধি , সাভার ||

ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় সাকিবুল হাসান শাওন (২১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১২ই জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাওন ধামরাই উপজেলার নান্না ইউনিয়নের শাহানাজ ডাক্তারের ছেলে। সে মিরপুর ট্রমা ম্যাটসের প্যারামেডিকেলের ছাত্র।

পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে  নিজ বাসায় ফিরছিলেন শাওন। এসময় সূতিপাড়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি ট্রাকে চাপা পড়ে ওই শিক্ষার্থী ।

এসময় পথচারীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পদ্ম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ স্বজনদের নিকট  হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদ সারাদিন